শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

খাগড়াছড়িতে পুনাকের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ 

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে পুনাকের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ 

‘হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক, শীতের প্রতিটি রাত, উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে পুলিশ নারী কল্যাণ সমিতি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে শতাধিক অসহায়, দুঃস্থ ও শীতার্তদের  মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 

গত শনিবার জেলা পুলিশ লাইন্স মাঠে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন পুলিশ নারী কল্যাণ সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। ইতোপূর্বেও খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার  জেলার বিভিন্ন স্থানে ঘুরে পাঁচ শতাধিক ব্যক্তিকে শীতবস্ত্র বিতরণ করেছে।

পুনাক সভাপতি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, জেলার দারিদ্র নিপীড়িত মানুষেরা যাতে এই প্রকট শীতে কষ্ট না পায় সেজন্য পুনাকের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায়, দুঃস্থ ও শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করলাম। তিনি আরো বলেন, সমাজে যারা আর্থিকভাবে স্বাবলম্বী আছেন তাদেরও প্রকৃতির এই ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে এগিয়ে আসা উচিৎ। 

এ সময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)  মো. জসীম উদ্দিন, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মো. তফিকুল আলম, খাগড়াছড়ি সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা-পুনাক সদস্যরা উপস্থিত ছিলেন।

টিএইচ